আড়াইহাজার প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আড়াইহাজার উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠন।
বুধবার আড়াইহাজার উপজেলায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে তারেক রহমানের সকল মামলা ও সাজা প্রত্যাহার ও জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদ আর দেশের সকল রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয়।মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনিসহ আরও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।