1. Parvessharif@gmail.com : Parves Sharif : Parves Sharif
  2. skriaz30@gmail.com : skriaz30 :
আব্দুল হামিদ দোষী হলের অবশ্যই শাস্তি পাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা - গণমাধ্যম
July 17, 2025, 10:54 pm
সর্বশেষ
ফতুল্লায় বিএনপির বিক্ষোভ মিছিলে যুবদল নেতা আল আমিনের যোগদান ময়মনসিংহের ভালুকা মা ও তার দুই শিশু সন্তানকে জবাই করে হত্যা ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে পেন্টাগনের মূল্যায়নে কী বেরিয়ে এল নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে: মির্জা ফখরুল ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে আবার মাঠে নামার হুঁশিয়ারি নাহিদের ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের খসড়া অনুমোদন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়তে বদ্ধপরিকর জেলা প্রশাসন: ডিসি এসএসসি পরীক্ষায় না.গঞ্জে পাশের হার ৬৬.৫২% কানাডার কাছে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অর্থসহায়তা চেয়েছে জামায়াত নেতা দেশে ফিরলে নতুন ইতিহাস রচনা করা হবে: গিয়াসউদ্দিন

আব্দুল হামিদ দোষী হলের অবশ্যই শাস্তি পাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 10, 2025,

নারায়ণগঞ্জের আড়াইহাজার ডাকাতি কবলিত এলাকা উল্লেখ করে পুলিশের পাশাপাশি জনগণকেও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ জুন) দুপুরে আড়াইহাজার থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মাদক ও ডাকাতির বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। আড়াইহাজার কিন্তু ডাকাতি কবলিত এলাকা। সবাই মিলে চেষ্টা করলে ডাকাতি অবশ্যই বন্ধ হবে। পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ হতে হবে।”

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরার পর তাকে গ্রেফতার না করার বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “তার (সাবেক রাষ্ট্রপতি) বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে তিনি শাস্তি পাবেন, আর নির্দোষ হলে ছাড়া পাবেন।”

এ সময় তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন নিয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় পুলিশের কয়েকজন কর্মকর্তার ভূমিকা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “তাকে বিদেশে যেতে দেওয়ার বিষয়ে তিনজন উপদেষ্টা তদন্ত করছেন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর যারা নির্দোষ, তারা ছাড়া পাবেন।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেশের আর্থিক পরিস্থিতির উন্নয়ন ও পুলিশের সক্ষমতা বৃদ্ধির দিকটিও তুলে ধরেন তিনি। বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কী ছিল, তা আপনারা জানেন। এখন অর্থনীতির অবস্থা ভালো হচ্ছে। আমরা পুলিশের জন্য ২০০টি গাড়ি কিনেছি। পরে প্রতিটি থানার জন্য গাড়ি কেনা হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম আক্তার, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২8 সর্বসত্ত্ব সংরক্ষিত
Theme Customized BY Sk Mizan