নারায়ণগঞ্জ জেলায় দ্রুত শিল্পায়নের ফলে বিশেষ করে কলকারখানা,গামেন্টর্স সহ বিভিন্ন উৎপাদকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পন্যের র্বজ্য নিষ্কাশনের কারনে নারায়ণগঞ্জ শহর থেকে শহরতলীর খালবিল ও শহরের দুদিকে ধাবমান শীতলক্ষ্যা ও বৃুড়গিঙ্গা নদী পানি হচ্ছে দূষিত আর ,পরিবেশ হচ্ছে বিনষ্ট এবং প্রতিনিয়তই মানুষ আক্রান্ত হচ্ছে নানা অজানা রোগে। পাশাপাশি এই নদীগুলোর সীমানা নিদ্দির্ষ্ট থাকলেও এর সীমানা লঙ্ঘন করে বহু কারাখানার বর্ধিতাংশ এবং ব্যাক্তিগত দখলে রয়েছে অবৈধ স্থাপনা। নদীর এই বহুমাত্রিক দূষনরোধ ও অবৈধ দখলমুক্ত করে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গাকে পূর্বে র ন্যায় নিরেট নিটোল অবস্থায় ফিরিয়ে আনতে সেইভ দ্যা রিভারর্স কাজ করে যাচ্ছে দীর্ঘ দিন যাবত। সে লক্ষে সেইভ দ্যা রিভারস এর কর্মপরিসর আরো ব্যাপক করতে জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করে সে্ইভ দ্যা রিভারস এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সেইভ দ্যা রিভারস এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তাপু,আবুল কালাম আজাদ,সাইফুল ইসলাম,এড,মাহমুদ রানা, এড.পপি রহমানসহ অন্যান্যরা।