গণমাধ্যম নিউজ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দুই জেলায় ঝড়বৃষ্টি চলাকালে বজ্রপাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। পাঞ্জবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে শিয়ালকোট ও রাওয়ালপিন্ডি জেলায় ঘটনাগুলো ঘটেছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাঞ্জবের উত্তরাঞ্চলে যখন ঝড়বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটছে, তখন দক্ষিণাঞ্চলজুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ মে থেকে তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দক্ষিণ পাঞ্জাবের বাওয়ালপুর, রহিম ইয়ার খান, ডেরা গাজি খান ও মুলতানের ওপর দিয়ে তীব্র এ দাবদাহ বয়ে যাবে বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাওয়ালপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। পাকিস্তানি গণমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, এ পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।
জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পরিষেবাগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে। হিটস্ট্রোকে আক্রান্তদের ও দাবদাহে অসুস্থ হয়ে পড়া অন্যদের জরুরিভিত্তিতে চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে দাবদাহ কাউন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।