গণমাধ্যম নিউজ
ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে শনিবার সন্ধ্যায় একটি গেমিং জোনে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে। নিহতদের মধ্যে নয়টি শিশুও রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।সেখানে এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে এনডিটিভি। আগুন লাগার পর গেমিং জোন থেকে ১৫-২০ জন শিশুকে উদ্ধার করা হয়েছে বলে জানালেও খবরটি নিশ্চিত করতে পারেনি টাইমস অব ইন্ডিয়া।রাজকোট পুলিশের সহকারী কমিশনার বিনায়েক প্যাটেল বলেন, “মৃতদেহগুলো সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তাই সেগুলোর পরিচয় নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে। গেমিং জোনটির মালিককে আটক করেছে পুলিশ।”
রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভারগভ বলেছেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে। আমরা ঘটনাস্থল থেকে যত দ্রুত সম্ভব মৃতদেহগুলো বের করে আনার চেষ্টা করছি। এখন পর্যন্ত প্রায় ২৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে। সেগুলো হাসপাতালে পাঠনো হয়েছে। তদন্ত চলছে। যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি ওই গেমিং জোনের মালিক। আমরা অবহেলার দায়ে মৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করেছি।
“কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা আমি এখনই বলতে পারছি না। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন সেখানে কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তল্লাশি অভিযান শেষে সেখানে ঠিক কতজন হতাহত হয়েছেন সেটা আমরা বুঝতে পারবো। আগুনের এই ঘটনার পর নগরীর সব গেমিং জোন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করতে ‘বিশেষ তদন্ত দল’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।