গণমাধ্যম নিউজ
২৬ জুন অনুষ্ঠিত হবে কাঞ্চন পৌরসভা নির্বাচন। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে, কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন মো. রফিকুল ইসলাম, দেওয়ান আবুল বাশার (বাদশা), শফিকুল ইসলাম, রোজিয়া খাতুন (আলো)। এর পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ জুন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে। ৩ থেকে ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। ৬ থেকে ৮ জুন আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন। ১০ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ২৬ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।