গণমাধ্যম নিউজ
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে শিশুসহ ২০ জনের মৃত্যু এবং নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন ।
শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার নদীতে ঘটনাটি ঘটেছে বলে প্রাদেশিক এক কর্মকর্তা জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে নানগারহারের তথ্য বিভাগের প্রধান কুরায়েশি বাদলুন জানিয়েছেন, নৌকাটিতে নারী ও শিশুও ছিল। এ ঘটনায় পাঁচজন তাদের জীবন বাঁচাতে পেরেছেন। নৌকাডুবির কারণ তদন্ত করে দেখা হচ্ছে।নানগারহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।
প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকীগুলো উদ্ধারে কাজ চলছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কাছাকাছি কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা নিয়মিত নৌকাযোগে নদীটি পার হন।