গণমাধ্যম নিউজ
সরকারি চাকরির সব গ্রেডে সকল প্রকার ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে সারা দেশে সড় অবরোধের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
সকাল ১০টা থেকে ঢাকার শাহবাগ, মৎস্য ভবন মোড়, ফার্মগেইট, অ্যালিফেন্ট রোডের মোড়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা নিজেদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছেন। তাদের অবরোধের কারণে নিউ মার্কেট থেকে সিটি কলেজ এবং শাহবাগের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মৎস্যভবনের কাছে অবস্থান নেওযা শিক্ষার্থী আমিনুর রহমান রুবেল বলেন, “আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা অবস্থান নিয়েছে। জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন আমরা চলতে দেব না। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাব না। কাউকে ঘটাতেও দেব না।”
রাজধানীর প্রধান সড়কগুলোতে সকাল থেকেই স্বাভাবিকের তুলনায় যানবাহন ছিল কম। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি এয়ারপোর্ট, মহাখালী, রামপুরা, মতিঝিল, মোহাম্মদপুরসহ অন্যান্য রুটের বাসের সংখ্যাও ছিল কম। ফলে অফিসগামী যাত্রীদের বাস পেতে ভোগান্তিতে পড়তে হয়।
কালশী মোড়ে বাসের অপেক্ষায় থাকা হাফসা আক্তার জানান, বাড্ডার অফিসে যেতে গাড়ির জন্য ‘হয়রান’ হতে হচ্ছে তাকে। “অনেকক্ষণ পর বাস এলেও এত যাত্রী, উঠতে পারি নাই। সিএনজিও অনেক টাকা চাচ্ছে। কীভাবে অফিসে যাবো, বুঝতে পারছি না।”
মহাখালীর আমতলীর অফিসে যেতে সকালে মিরপুরে বাসের জন্য ২০ মিনিট অপেক্ষা করেছিলেন বেসরকারি চাকরিজীবী কাজী রাশেক-উর-রহমান। তিনি বলেন, “রাস্তায় গাড়ির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। কিন্তু গাড়ি কম থাকায় রাস্তায় ফাঁকা ছিল।