1. Parvessharif@gmail.com : Parves Sharif : Parves Sharif
  2. skriaz30@gmail.com : skriaz30 :
যমুনা সেতু যানবাহন পারাপারে গত ৫ দিনে টোল আদায় পৌনে ১৭ কোটি টাকা - গণমাধ্যম
July 14, 2025, 1:36 am
সর্বশেষ
ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে পেন্টাগনের মূল্যায়নে কী বেরিয়ে এল নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে: মির্জা ফখরুল ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে আবার মাঠে নামার হুঁশিয়ারি নাহিদের ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের খসড়া অনুমোদন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়তে বদ্ধপরিকর জেলা প্রশাসন: ডিসি এসএসসি পরীক্ষায় না.গঞ্জে পাশের হার ৬৬.৫২% কানাডার কাছে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অর্থসহায়তা চেয়েছে জামায়াত নেতা দেশে ফিরলে নতুন ইতিহাস রচনা করা হবে: গিয়াসউদ্দিন বন্দরে জোড়া খুন: পুলিশ-র‌্যাবে অভিযানে গ্রেফতার ৮ জেলা প্রশাসক এর সাথে সেইভ দ্যা রিভারর্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

যমুনা সেতু যানবাহন পারাপারে গত ৫ দিনে টোল আদায় পৌনে ১৭ কোটি টাকা

সৈয়দ মোঃ হৃদয়
  • Update Time : Saturday, June 7, 2025,

স্টাফ রিপোটার, এবার ঈদে যমুনা সেতু দিয়ে রেকর্ডসংখ্যক সেতু পারাপার হয়েছে। গত রোববার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৪৭টি যানবাহন সেতু পারাপার করে। এতে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৫৫০ টাকা।

এর মধ্যে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ইতিহাসে সর্বোচ্চসংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে।

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

সেতুর টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক সময়ে যমুনা সেতু হয়ে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। সাধারণত প্রতি ঈদে ছুটি শুরু হওয়ার পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। এবার ঈদের ছুটি শুরুর আগে থেকেই ছিল যানবাহনের চাপ।

গত রোববার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পাঁচ দিনে সেতুর পূর্ব প্রান্ত (টাঙ্গাইলের দিক) থেকে উত্তরবঙ্গের দিকে ১ লাখ ২৮ হাজার ৪৭টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৯ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৬০০ টাকা। এই সময় সেতুর পশ্চিম প্রান্ত (সিরাজগঞ্জের দিক) থেকে ৮৭ হাজার ২৯০টি যানবাহন পার হয়। এতে টোল আদায় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ ৪১ হাজার ৯৫০ টাকা।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে ঈদের আগের দিন (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত ৪৮ হাজার ১৮৪টি যানবাহন সেতু পারাপার হয়। টোল আদায় হয় ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাহার ৭৫০ টাকা।

সর্বোচ্চসংখ্যক যানবাহন পারাপার হয়েছে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত। এদিন ৬৪ হাজার ২৮৩টি যানবাহন সেতু পারাপার করে। টোল আদায় হয় ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। ১৯৯৮ সালে যমুনা সেতু চালু হওয়ার পর সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায় ছিল এই দিন।

মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ৫১ হাজার ৮৪৯টি যানবাহন সেতু পারাপার হয়। টোল আদায় হয় ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা। এর আগে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন সেতু পারাপার হয়। টোল আদায় হয় ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯ টাকা।

রোববার রাত থেকে এবার ঈদে যানবাহনের চাপ বাড়তে শুরু হয়। ওই দিন রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ৩০ হাজার ১৬৭টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২8 সর্বসত্ত্ব সংরক্ষিত
Theme Customized BY Sk Mizan