আব্দুল্লাহ আল মামুন
গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. আমানতের জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জ আসেন সারজিস আলম। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস সাংবাদিকদের দেয়া এক ব্রিফিংয়ে বলেন,
শিক্ষার্থীরা রাস্তায় থাকবে এটা কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয়। একইভাবে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে না এটাও কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয়। বরং দেশকে যদি আমরা স্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যেতে চাই তাহলে যার কর্মক্ষেত্র যেটি তাকে সেই জায়গায় কাজ করতে হবে।
সারজিস আলম আরও বলেন, তরুণ প্রজন্মের ভাইবোনদের ধন্যবাদ জানাই তারা এই সংকটে এই দু:সময়ে রাস্তায় নেমে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। তাদের মাধ্যমে আমাদের জীবন প্রবাহ সহজ হয়েছিল। কিন্তু এখন সময় এসেছে তাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাই-বোনদের কর্মক্ষেত্রে ফিরে আসার পথটি করে দিতে হবে। ফিরে আসলে তাদের স্বাগত জানাতে হবে। সকলেই যখন কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবে তখনই দেশটি স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করছি রোববার থেকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য।