আব্দুল্লাহ আল মামুন
স্বৈরশাসকের পতনের পরপরই দেশকে ঢেলে সাজানোর কাজে যুক্ত হয়েছে ছাত্র-ছাত্রীরা, সাথে রয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ৫ আগস্টের পর থেকেই পুলিশের কর্মবিরতির কারণে সড়কে নেই ট্রাফিক পুলিশ। ফলে, গত কয়েকদিন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে অসংখ্য শিক্ষার্থী। এর মাঝে আছে নারী শিক্ষার্থীরাও। সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ ১ নং রেলগেটের কাছে বোরকা পরিহিতা এক মেয়ে। খুবই মনোযোগের সহিত বাস লাইন সারিবদ্ধভাবে নিয়ন্ত্রণ করছে। ২ নং রেলগেটে দেখা যায় স্কাউটের ছেলে মেয়েরা সংঘবদ্ধভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে।
আশেপাশের বিভিন্ন রেস্টুরেন্ট এবং সাধারণ মানুষেরা তাদেরকে পানি, শুকনো খাবার ইত্যাদি দিয়ে মনোবল বাড়ানোর কাজে লেগে পড়েছে। স্বাধীন হওয়া এই নতুন রাষ্ট্রকে ঢেলে সাজানোর কাজে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে। আর সেক্ষেত্রে নারীরাও সমান তালে এগিয়ে এসেছে সমস্ত বেড়াজাল ভেদ করে।