বন্দর প্রতিনিধি
গত কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের বন্দর থানার বিভিন্ন এলাকায় প্রায় দশ থেকে বারটি গৃহস্থের গোয়াল থেকে প্রায় চল্লিশটির মতো গরু চুরি হয়েছে বলে এলাকা সূত্রে জানা গেছে। তেমনি গতকাল বুধবার বন্দর কান্দিপাড়া এলাকায় পিয়ার মোহাম্মদ পিতা মৃত আব্দুস সামাদ এর বাড়ীর খামারের গোয়াল থেকে রাত আনুমানিক তিনটার দিকে দেশী ও বিদেশী জাতের চারটি গরু চরি করে নিয়ে যায় চোরের দল। বন্দর থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল বুধবার পিয়ার মোহাম্মদ নিজে তার খামারের গোয়ালে গরুর খাবার দিয়ে আসেন এবং পরিবার পরিজন নিয়ে নিজে খাবার খেয়ে রাত সাড়ে এগারোটার দিকে ঘুমিয়ে পরেন। রাত আনুমানিক সোয়া তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে গোয়াল ঘরের তালা ভাঙ্গা অবস্থায় দেখেন এবং গোয়ালে থাকা অস্ট্রেলিয়ান জাতের একটি সাদা-খয়েরী মিশ্রিত রংয়ের গাভী, বয়স ৩ বছর, শিং লম্বা ৫/৬ ইঞ্চি, মূল্য ২,০০,০০০/- টাকা, ২। অস্ট্রেলিয়ান জাতের একটি কালো রংয়ের দামড়ী গরু, বয়স ৩ বছর, মূল্য ১,০০,০০০/- টাকা, ৩। একটি কালো রংয়ের দেশী ষাড়গরু, বয়স ২ বছর, মূল্য ১,০০,০০০/- টাকা, ৪। একটি কালো দেশী ষাড় গরু, বয়স ৮ মাস, মূল্য ৬০,০০০/- টাকা মোট চারটি গরু না দেখে কান্না ও চিৎকার দিতে থাকে। তখন তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চুরির ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী হয়। সম্ভব্য সকলস্থানে খোজাঁখুজি করেও কোন সন্ধান যায়নি চারটি গরুর। পিয়ার মোহাম্মদের ধারনা ০৪/১২/২৪ইং দিবাগত রাত ১১.৫০ঘটিকা হইতে ০৫/১১/২৩ইং রাত ০৩.২৫ ঘটিকার মধ্যে যে কোন সময় বিগত দিনে এলাকায় গরু চুরির সাথে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ গরু চোরের দল এই ঘটনাটি ঘটিয়েছে। এক সাথে মূল্যবান চারটি গরু চুরি হওয়া হতাশায় ও সর্বশান্ত হয়ে পরেছে পিয়ার মোহাম্মদসহ তার পরিবারের লোকজন।
এমতাবস্থায় গরু চুরির ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং ভবিষ্যতে যেন এলাকায় এই ধরনের চুরির ঘটনায় কেউ সর্বস্ব না হারায় সে জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পিয়ার মোহাম্মদের পরিবারসহ এলাকাবাসী।