বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের বড় ভাই মোহাম্মদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি।জেলা ও মহানগর জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ হোসেন। মরহুমের জানাজা বাদ আসর নবীগঞ্জ বাগে জান্নাত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।