স্টাফ রিপোর্টার
দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ এর আয়োজনে আগামী ৬ জুন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত গণশুনানী উপলক্ষে আজ ২৮ মে মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন,দুদকের সহকারী পরিচালক ওমর ফারুক,দুর্নীতি প্রতিরোধ কমিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাজহার হোসেন মাজুম, সাধারণ সম্পাদক বাবুল কৃষ সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন,এন এ এন টিভির চীফ রিপোর্টার আহমেদ শরীফসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।