ফতুল্লা প্রতিনিধি
ফতুল্লায় সালাউদ্দিন (৩৫) নামের এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার তোফাজ্জল হোসেন গিটারের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।সালাউদ্দিন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গুচ্ছগ্রামের আব্দুল জব্বারের ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসায় বসবার করতেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার এসআই মফিজ উদ্দিন বলেন, রাতে সংবাদ পেয়ে ইসদাইর বুড়ির দোকান এলাকার তোফাজ্জল হোসেন গিটারের ভাড়া বাসার দরজা ভেঙে মেঝে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।