গণমাধ্যম নিউজ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সোনারগাঁও উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম। সোমবার বিকালে নগরভবনে মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কালাম।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আদিনাথ বসু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত ও নাসিক কাউন্সিলর কামরুল হাসান মুন্না।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম গত ২১ মে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুকে পরাজিত করেন।