স্টাফ রিপোর্টার
নগরীর মন্ডলপাড়া এলাকায় নাসির (২৫) নামে এক যুবক হত্যাকান্ডের ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) শাহাদাৎ হোসেন। তিনি বলেন, নাসির হত্যাকান্ডে ৯ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন নিয়ে মামলা রেকর্ড হয়েছে। আজ সকালে একজনকে আটক করে এবং আদালতে প্রেরন করেছি। বাকিদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, প্রকাশ্যে ছুরিকাঘাতে করে মঙ্গলবার (২৫ জুন) রাতে মন্ডলপাড়া মোড় এলাকায় এক যুবককে হত্যা করে র্দুবৃত্তরা। নিহত নাসির জেলার সদর উপজেলার ফরাজিকান্দা আল আমিন নগর এলাকার বাবুল শেখের ছেলে। সে হোসিয়ারি শ্রমিকের কাজ করত। জানা গেছে, রাতে মাদকের কারবার নিয়ে দ্বন্দ্বে তাকে বাড়ি থেকে সেখানে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে। পরে দ্রুত তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের ভাই আল আমিন অভিযোগ করেন, তাদের নিজস্ব হোসিয়ারী আছে। তার ভাই নাসির তার হোসিয়ারিতেই কাজ করতো। সন্ধ্যায় সে গেঞ্জি কেনার জন্য মন্ডলপাড়া এলাকায় আসে। এসময় আলম, শহীদ ডোমের ছেলে ম্যঙ্গোসহ কয়েকজন মিলে তার ভাইকে কুপিয়ে হত্যা করে।