রুপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে দেওয়ান আবুল বাশার বাদশা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজাল্লি ইসলাম।জানা গেছে, নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে দেওয়ান আবুল বাশার বাদশা পেয়েছেন ১৬ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মেয়র মো. রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ১২ হাজার ৪০৪ ভোট।এছাড়া, এই নির্বাচনে পুরুষ ও নারী কাউন্সিল প্রার্থী মিলে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে টানা ভোটগ্রহণ চলে। কাঞ্চন নির্বাচনকে ঘিরে বড় ধরনের সংঘাত সহিংসতার আশঙ্কা করা হলেও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।
এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে কাঞ্চন পৌরসভার ১৯টি ভোট কেন্দ্রে ৪০ হাজার ৭৯০ জন ভোটার ভোট দান করেন।