আব্দুল্লাহ আল মামুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নাগরিক মত বিনিময় সভায় আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। এসময়
শিক্ষার্থীদের ঢলে পরিপূর্ণ হয় পৌর স্টেডিয়াম ময়দান।
দলে দলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্লোগান তোলেন ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি’, ‘তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ’।
শহরের ইসদাইর এলাকায় পৌর স্টেডিয়ামে মতবিনিময় সভায় এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সারজিস আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ল, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, তোলারাম কলেজের শিক্ষার্থী নীরব রায়হান প্রমুখ।