1. [email protected] : Parves Sharif : Parves Sharif
  2. [email protected] : skriaz30 :
লোকসভা নির্বাচন : একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে বিজেপি ? - গণমাধ্যম
December 23, 2024, 4:28 am
সর্বশেষ
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বন্দরে গরু চোরের উপদ্রব বৃদ্ধি, এক খামারীর চার গরু চুরি চীনে গোপনে ড্রোন প্রকল্প চালু করেছে রাশিয়া তরুণরা ‘রিসেট বাটন’ চেপেছে, সব পুরনো শেষ: নিউ ইয়র্কে ড.ইউনূস দূর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পুলিশ-প্রশাসন ও সেনাবাহিনী তৎপর: ডিসি নারায়ণগঞ্জে দুই শিশু এক নারী সহ নিহত ৫৬জনের তালিকা গোগনগর গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন দেওয়ানবাগ দরবার শরীফ ও বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস

লোকসভা নির্বাচন : একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে বিজেপি ?

Reporter Name
  • Update Time : Tuesday, June 4, 2024,

গণমাধ্যম নিউজ
ভারতের লোকসভা নির্বাচনের পুরোটা সময়জুড়ে বিজেপি তাদের এনডিএ জোটের জন্য ৪০০টি আসনের লক্ষ্যে ‘এবার ৪০০ পার’ শ্লোগান দিয়ে গেছে, কিন্তু ভোট গণনা শুরুর পর থেকে প্রায় সাত ঘণ্টা পেরেনোর পরও ক্ষমতাসীন এ জোট তিনশর চেয়েও কম আসনে এগিয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের যে এবার আর ৪০০ আসন ‘পার’ করা হচ্ছে না, তা ইতোমধ্যেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তাদের লক্ষ্যের তুলনায় অনেক কম ২৯০ আসনে এগিয়ে রয়েছে এই জোটের প্রার্থীরা।

তারা ৩০০ আসনে জয় পাবে কি না, তাই নিয়ে সন্দেহ দানা বাঁধছে। তবে তারপরও গণনার প্রদর্শিত ফল অনুযায়ী জোট হিসেবে এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই ধারণা পাওয়া যাচ্ছে। কিন্তু জোটের প্রধান শরিক দল প্রধানমন্ত্রী মোদীর বিজেপি সম্ভবত একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে।এখন পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে ভোটের যে চিত্র দেখা যাচ্ছে, তাতে মোদীর দল বিজেপি এগিয়ে থাকা সবগুলো আসনে জয় পেলেও ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় তাদের আসন সংখ্যা হবে ২৪০। বিজেপি এবার তাদের জন্য ৩৭০ আসন আর এনডিএ জোটের জন্য ৪০০ আসনের লক্ষ্য র্নিধারণ করেছিল।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে তারা ইতোমধ্যে তিনটি আসনে জয়ী হয়েছে আর এগিয়ে রয়েছে ২৩৭টি আসনে।ভারতের লোকসভার আসন সংখ্যা ৫৪৩টি। এই পরিষদে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৭২টি আসনে জয়ী হতে হবে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছিল, কিন্তু এবার তারা তা হারাতে যাচ্ছে বলেই পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে।

অথচ ১ জুন ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে সবগুলো কেন্দ্রফেরত জরিপে বিজেপি বিশাল জয় পেতে যাচ্ছে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। কোনো কোনো জরিপে সংস্থা আরও এগিয়ে বিজেপির এনডিএ জোট ৪০০ কি তার বেশি আসন পেতে যাচ্ছে বলে জোর দিয়ে জানিয়েছিল। কিন্তু কেন্দ্রফেরত সেসব জরিপের ভবিষ্যদ্বাণী অসার প্রমাণিত হচ্ছে।

লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল সম্পর্কে কেন্দ্রফেরত জরিপের জয়-পরাজয়ের আভাস আমলে না নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এগুলোর কোনো গুরুত্ব নেই। দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ ফলাফলে মমতার কথাই সত্য বলে প্রমাণিত হচ্ছে।অধিকাংশ জরিপে পশ্চিমবঙ্গের ৪২টি মধ্যে এবার মমতার তৃণমূল কংগ্রেসের চেয়ে নরেন্দ্র মোদীর বিজেপির বেশি আসন জয়ের আভাস এসেছে। এ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন রাজ্যটির বিজেপির নেতাকর্মীরা। এমন কি মমতার জনপ্রিয়তা কমার ‘প্রমাণ’ হিসেবেও কেউ কেউ দেখেছেন বিষয়টিকে।

কিন্তু মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এ রাজ্যের ৪২টি আসনে মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে থাকা তৃণমূল এগিয়ে আছে ৩১টি আসনে। আর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এগিয়ে আছে ১০টি আসনে।

দেশব্যাপী নির্বাচনের ফলাফলেও একইরকম চিত্র দেখা গেছে। কেন্দ্রফেরত জরিপে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ১৪০ থেকে ১৫০টি আসনে পেতে পারে এমন আভাস দেওয়া হলেও তারা এখন ২২৯টি আসনে এগিয়ে রয়েছে। ইতোমধ্যে রাহুল গান্ধীর দল কংগ্রেস দুইটি আসনে জয় পেয়েছে আর এগিয়ে রয়েছে আরও ৯৭টি আসনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২8 সর্বসত্ত্ব সংরক্ষিত
Theme Customized BY Sk Mizan