ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থীতার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমে হেরে যাওয়া নিকি হ্যালি জানিয়েছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন।দলীয় প্রার্থী হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় এই ট্রাম্পের সঙ্গেই কয়েক মাস ধরে তীব্র বাগযুদ্ধে জড়িয়ে ছিলেন হ্যালি, করেছেন তীব্র সমালোচনা; তারপর ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার দৌঁড়ে পিছিয়ে পড়ে মার্চে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান তিনি।তারপর থেকে ৫ নভেম্বরের নির্বাচনে হ্যালির সমর্থকরা কাকে ভোট দেবেন, ট্রাম্পকে না ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনকে, তা নিয়ে ব্যাপক জল্পনা চলছিল। অবশেষ বুধবার হ্যালি জানালেন, তিনি সাবেক প্রতিদ্বন্দ্বী ও সাবেক বস ট্রাম্পকেই ভোট দেবেন।তবে ঘটনা হচ্ছে হ্যালি নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ালেও রিপাবলিকান দলীয় প্রাইমারিগুলোর ব্যালটে তার নাম রয়ে গেছে। প্রচারণায় না থাকলেও তিনি নিয়মিতভাবে ১০ শতাংশেরও বেশি ভোট পেয়েই চলছেন।শুধু রিপাবলিকারাই হ্যালিকে সমর্থন দিচ্ছেন এমন নয়, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট কিছু স্বতন্ত্র ও কিছু ডেমোক্র্যাটও তার পক্ষে সমর্থন জানিয়ে যাচ্ছেন; জানিয়েছে রয়টার্স।ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে দুই বছর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন হ্যালি।
রিপাবলিকান মনোনয়ন দৌঁড়ে তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কখনোই প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলতে পারেননি। প্রচারণায় ইতি টানার আগে তিনি শুধু একটা অঙ্গরাজ্যে ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জয় পেয়েছিলেন।কিন্তু ট্রাম্পের চরিত্র নিয়ে হ্যালির তীব্র আক্রমণ ও প্রচারণার চূড়ান্ত মাসগুলোতে তার দক্ষতা তাকে রিপাবলিকান দলের ক্ষয়িষ্ণু ট্রাম্পবিরোধী অংশের আদর্শ মুখপাত্র করে তুলেছিল।
বুধবার ওয়াশিংটনভিত্তিক রক্ষণশীল থিংক ট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে দর্শকদের উদ্দেশ্যে হ্যালি বলেন, “ট্রাম্প এসব নীতিতে (পররাষ্ট্র) নিখুঁত ছিলেন না, এটি আমি বহু বহুবার বলেছি। কিন্তু বাইডেন একটি বিপর্যয় হয়েছে। তাই আমি ট্রাম্পকে ভোট দেবো।”মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে বক্তৃতা শেষে এ মন্তব্য করেন হ্যালি। নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর পর থেকে এটিই ছিল জনসম্মুখে তার প্রথম উপস্থিতি। নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সময় তিনি ট্রাম্পের প্রতি সমর্থন জানাননি আর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো ঘোষণাও দেননি তিনি।এর আগে তিনি ট্রাম্পের প্রতি তার সমর্থকদের কাছে পৌঁছানোর ও তাদের ভোট অর্জনের আহ্বান জানিয়েছিলেন, বুধবারও ওই মন্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি।