রুপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টার দিকে সড়কের গোলাকান্দাইল নীলভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম আবু বক্বর ভূইয়া পায়েল(৫৩)। তিনি সোনারগাঁ থানাধীন গোয়ালদী এলাকার আবু ইউসুফের ছেলে।
পুলিশ জানায়, সকালে গোলাকান্দাইল নীলভিটা এলাকায় সড়ক দিয়ে যাওয়ার পথে একটি ট্রাক মোটরাসাইকেলটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও আরোহী এক পাশে ছিটকে যান। মোটরসাইকেল আরোহী আবু বক্কর ভূইয়া পায়েলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এব্যাপারে ভুলতা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আলী আশরাফ মোল্লা জানান, এদুর্ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। সেই সাথে ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।