স্টাফ রিপোর্টার
শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম ঐক্যলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জাতির জনকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে। কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বুলবুল আহমেদ এর নেতৃত্ত্বে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স এর ১নং গেইট হতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ কুষ্টিয়া,রাজশাহী,নওগাঁ,কিশোরগঞ্জ,নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে জাতির পিতার সমাধিতে এ পুস্পস্তবক অপর্ণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মতিউর রহমান,সাধারণসম্পাদক প্রভাষক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন ইকবাল রাজ,এম আর হায়দার রানা,সাংগঠণিক সম্পাদক মোঃ আব্দুস সালাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রিপন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসাইন,কার্যনির্বাহী সদস্য জিহাদ সরকার,তানজিম আহমেদ,ডলি বেগম, মোঃ আশাবউদ্দিন,ফজলুল কাদের,মামুনসহ কমীগণ । এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রয়ি কমিটির মহিলানেত্রী এন এ এন টিভির ব্যবস্থাপনা পরিচালক,এন এ এন বিডি ডট কম এর সম্পাদক ও প্রকাশক সাবিহা মুবাশশির,এন এ এন টিভির চেয়ারম্যান আনোয়ার হোসেন রিকু, গণমাধ্যম নিউজ এর সম্পাদক ও প্রকাশক সোলায়মান হোসেন রনি প্রমুখ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে জাতির পিতাসহ ১৫ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের অঅত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দেশের অর্থনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নে এবং জাতির পিতার সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।