স্টাফ রিপোর্টার
আজ শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে সকাল দশটায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মার্কেট এর চতূর্থ তলায় সম্মেলন কক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে বিগত দুই বছরের কার্যক্রম ও হিসাব নিকাশ নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ। সম্মেলন শেষে দুপুর বারটায় নির্বাচন শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচেনে ১৫টি পদে মধ্য ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ১২টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্ব াচিত হয় ১২ জন। তিনটি পদের জন্য মোট ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচন শেষে সাধারন সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মোক্তার হোসেন এবং সাংগঠণিক পদে দু’জন নির্বাচিত হন।