রুপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে রূপগঞ্জের রুপসী থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তাদের আটক করে। এসময় ফেনসিডিল বহনকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রংয়ের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবুল হাশেমের ছেলে শরিফুল ইসলাম (৩২), পিয়ার আহম্মেদের ছেলে ইয়াকুব আলী (৩২) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জের মৃত মো. আবু বক্করের ছেলে রফিকুল ইসলাম বাবু (৩২)।
পুলিশ জানায়, রূপগঞ্জ থানার সিটি মিলের রাস্তার বিপরীতে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সাদা রংয়ের এক্সজিও মডেলের প্রাইভেটকার থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ ওই মাদক কারাবারিদের আটক করা হয়। গাড়িটির পেছনে এবং সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখার উপপরিদর্শক মিজানুর রহমান, উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।